কলকাতা, ১৮ অক্টোবর (হি. স.) আর জি কর হাসপাতালের মহিলা পিজিটি’র রহস্যমৃত্যুর ঘটনায় ১৩ দিনে পড়েছে জুনিয়র চিকিৎসকদের অনশন। ৩০৩ ঘন্টা পার হয়ে গিয়েছে। অসুস্থ হয়ে পড়েছেন একাধিক জন। তাঁদের জায়গায় এসেছেন অন্য জুনিয়র চিকিৎসকরা। পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতীকী অনশন করছেন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসকরা। এদিকে গত ১৩ দিনে শারীরিক অবনতি ঘটছে জুনিয়র চিকিৎসকদের। যদিও সমাধান সূত্র মিলছে না। রাজ্য সরকারের তরফেও এ নিয়ে কোনওরকম হেলদোল নেই বলে অভিযোগ জুনিয়র চিকিৎসকদের। আন্দোলনের অভিমুখ কী হবে সেই নিয়ে প্রবীণ চিকিৎসকদের সঙ্গে আলোচনায় বসছেন জুনিয়ররা।
2024-10-18