পাটনা, ১৮ অক্টোবর (হি.স.): বিহারে বিষমদে বিপুল সংখ্যক মানুষের মৃত্যুতে দুঃখপ্রকাশ করলেন প্রবীণ বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। একইসঙ্গে রবিশঙ্কর বলেছেন, মদ নিষেধাজ্ঞা কার্যকর করতে হলে প্রশাসনকে অনেক সজাগ থাকতে হবে। শুক্রবার পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষমদে মৃত্যু প্রসঙ্গে রবিশঙ্কর প্রসাদ বলেছেন, “এটা বেদনাদায়ক।
সরকার অত্যন্ত কার্যকরভাবে কাজ করছে। মুখ্যমন্ত্রী ডিজিপিকে নির্দেশ দিয়েছেন। একটি কমিটিও গঠন করা হয়েছে। যেই এই খারাপ কাজ করেছে তার শাস্তি হবে। কার্যকরভাবে মদ নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য প্রশাসনকে সজাগ থাকতে হবে, তেজস্বী যাদব প্রতিদিন শুধু প্রশ্ন করেন, আপনারা বাবা-মায়ের সময়ে বিহারের কী অবস্থা ছিল তা কি জানেন?”