হরিদ্বার, ১৮ অক্টোবর (হি.স.): মাদক-মুক্ত অভিযানের সময়ই মাদক ইঞ্জেকশন-সহ ধরা পড়ল এক যুবক। জানা গেছে, উত্তরাখণ্ডের কালিয়ার থানার পুলিশ এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল।
তল্লাশির সময় হাতেনাতে ধরা পড়ে ওই অভিযুক্ত যুবক। তল্লাশি করে তার কাছ থেকে ৮টি নেশা করার ইঞ্জেকশন উদ্ধার করা হয়। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।