কলকাতা, ১৮ অক্টোবর (হি.স.): কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন আর জি কর হাসপাতাল থেকে সাসপেন্ড হওয়া ৩১ জন চিকিৎসক। তাঁদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের সাসপেন্ড করায় পুলিশ হস্টেলে ঢুকতে দিচ্ছে না। হস্টেলে ঢোকার চেষ্টা করলে বাধা দেওয়া হচ্ছে। এই অভিযোগেই শুক্রবার উচ্চ আদালতের দ্বারস্থ হন ওই ৩১ জন।
কলকাতা হাই কোর্টের বিচারপতি বিভাস পট্টনায়ক আর জি করের ওই ৩১ জন চিকিৎসককে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। শুক্রবারই মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
হাসপাতালে ভয়ের পরিবেশ তৈরির চেষ্টার অভিযোগে সরব হন আর জি কর হাসপাতালের চিকিৎসকদের একাংশ। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জমা পড়ে অভিযোগ। দেওয়া হয় কয়েক জনের নামও। সেই তালিকায় থাকা অভিযুক্তদের তলব করেন হাসপাতাল কর্তৃপক্ষ। আর জি করের স্পেশ্যাল কাউন্সিল বৈঠকে বিষয়টি উত্থাপন করেন রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনের সদস্যেরা। তার পরই নড়েচড়ে বসেন হাসপাতাল কর্তৃপক্ষ।