ক্রীড়া প্রতিনিধি আগরতলা। দীর্ঘদিন বাদে রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে ২৯ তম জাতীয় সিনিয়র মহিলা ফুটবল টুর্নামেন্ট। আগামী ২০ অক্টোবর থেকে আগরতলায় শুরু হবে টুর্নামেন্টের গ্রুপ লীগের লড়াই। তাতে অংশ নেবে স্বাগতিক ত্রিপুরা সহ সিকিম, গুজরাট ও চন্ডিগড়। আগরতলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত এই টুর্নামেন্টের গ্রুপ লীগের খেলায় প্রতিদিন অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। তাই জাতীয় স্তরের এই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য ইতিমধ্যেই চূড়ান্ত রাজ্য দল গঠন করে নেয় ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন। টুর্নামেন্ট কে সামনে রেখে প্রাথমিক বাছাইকৃত ৩৫ জন মহিলা ফুটবলার থেকে ২৫ জন ফুটবলারকে প্রস্তুতি শিবিরে ডাকা হয়। সেখান থেকে ২২ জনের চূড়ান্ত রাজ্য দল গঠিত। আর তাদের নিয়েই এখন আগরতলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রশিক্ষক সুজিত ঘোষের তত্ত্বাবধানে চলছে এখন জোরদার অনুশীলন। টুর্নামেন্টের সূচি অনুযায়ী আগামী কুড়ি অক্টোবর রাজ্য দল প্রথম ম্যাচ খেলবে চন্ডিগড় এর বিপক্ষে। দ্বিতীয় ম্যাচ ২২ অক্টোবর সিকিম ও তৃতীয় তথা শেষ ম্যাচ ২৪ শে অক্টোবর গুজরাটের মুখোমুখি হবে দল। ভালো খেলার প্রত্যাশাকে সামনে রেখেই ময়দানে নামবে ত্রিপুরা। তবে চূড়ান্ত যে দল গঠন করা হয়েছে তাতে ডিফেন্স অনেকটা দুর্বল থাকায় প্রত্যাশা অনুযায়ী ফলাফল নিয়ে অনেকটা সন্ধিহান প্রশিক্ষক সুজিত ঘোষ। এরপরেও তিনি প্রত্যাশা করেন মেয়েরা তাদের সেরাটা লড়াইয়ের ময়দানে দিতে পারলে প্রতিপক্ষদের অনেকটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারবে ত্রিপুরা।