BRAKING NEWS

নাইডু ট্রফি : নিশ্চিত জয়ের হাতছানি পেয়েও মহারাষ্ট্রের কাছে হারলো ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ত্রিপুরার মুখের গ্রাস কেড়ে নিল মহারাষ্ট্র। নিশ্চিত জয়ের হাতছানি পেয়েও ত্রিপুরাকে শেষ পর্যন্ত সরাসরি হেরে পুরো ছয় পয়েন্ট মহারাষ্ট্রের হাতে সঁপে দিতে হয়েছে। মহারাষ্ট্রের হার্শাল অজয় কাটে একাই যেন ত্রিপুরার জয়ের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। তারপরও দ্বিতীয় ইনিংসে রাজ্য দলের ব্যাটার্সদের ব্যর্থতা নিশ্চিত পরাজয়ের দিকে ঠেলে দিয়েছে। ১৮২ রানের টার্গেট পেয়েও রাজ্য দলের গায়ে পরাজয়ের গ্লানি মেখে মুম্বাই এর কুরলা থেকে আজ, বৃহস্পতিবার সোজা আগরতলায় ফিরে আসতে হয়েছে। আগামী ২০ অক্টোবর, রবিবার থেকে নরসিংগড়ের পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে কর্ণাটকের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে ত্রিপুরা দল। উল্লেখ্য, মুম্বাইয়ের শম্বাজিনগর গ্রাউন্ডে গভ রবিবার ম্যাচ শুরুতে টস জিতে ত্রিপুরার প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে মহারাষ্ট্র  ৩৩.৫ ওভার খেলে ১০৭ রানে ইনিংস গুটিয়ে নেয়। জবাবে ত্রিপুরা প্রায় দেড় দিনে ১০৩.৫ ওভার খেলে ২৭৭ রানে ইনিংস শেষ করে। ১৭০ রানে পিছিয়ে থেকে মহারাষ্ট্র দ্বিতীয় ইনিংস এর খেলা শুরু করে হার্শাল অজয়ের দুর্দান্ত পারফরমেন্স এবং ডাবল সেঞ্চুরির দৌলতে মহারাষ্ট্র ১১৩.৫ ওভারে ৯ উইকেটে ৩৫১ রানে ইনিংস ঘোষণা করে। সরাসরি জয়ের জন্য ত্রিপুরা দলের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৮২ রানের। এমতাবস্থায় ত্রিপুরার ব্যাটার্সরা ৬৫.৪ ওভার খেলে ১৫৬ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। বোলিংয়ে প্রথম ইনিংসে অভিজিৎ দেববর্মা ৪০ রানে সাত উইকেট এবং দ্বিতীয় ইনিংসে দীপ্তনু চক্রবর্তী ৮৮ রানে ৫ উইকেট পেলেও পরবর্তী ম্যাচ গুলির জন্য সকলের সম্মিলিত প্রয়াস অত্যন্ত জরুরী মনে হচ্ছে। এদিকে গ্রুপের অন্যান্য খেলায় কর্ণাটক ও তামিলনাড়ুর ম্যাচটি ড্র-তে নিষ্পত্তি হয়েছে। এক ইনিংসের খেলাও সম্পন্ন হয়নি। চন্ডিগড় ৭ উইকেটে কেরালা কে এবং উড়িষ্যা ইনিংস সহ ৬৩ রানের ব্যবধানে উত্তরাখণ্ডকে পরাজিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *