জলপাইগুড়ি, ১৭ অক্টোবর (হি.স.): এলাকায় প্রতিদিন বসে গাঁজার আসর। তার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হলেন একাধিক ব্যক্তি। এমনকি মহিলারাও আক্রান্ত হন বলে অভিযোগ। পুলিশ এই ঘটনার তদন্তে নেমে ৪ জনকে গ্রেফতার করেছে। বুধবার রাত এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি শহরের ১ নম্বর ওয়ার্ডের পেটকাটি এলাকায়। এমনকি, মহিলাদেরও মারধর করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় বৃহস্পতিবার ময়নাগুড়ি থানায় ৫ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই ৪ জনকে গ্রেফতার করেছে। এই হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর রিম্পা রায়।
2024-10-17