কর্ণেল সি কে নাইডু ট্রফি : মহারাষ্ট্রের বিরুদ্ধে শক্ত চ্যালেঞ্জের মুখে ত্রিপুরা 

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রথম ইনিংসে লীড নেওয়ার আনন্দ অনেকটাই মলিন হয়ে উঠেছে। ‌ সরাসরি জয়ের ব্যাপারে শক্ত চ্যালেঞ্জের মুখে পড়েছে ত্রিপুরা। মহারাষ্ট্রের এইচ এ কাটে একাই পুরো খেলা ঘুরিয়ে দিয়েছে। দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে কাটে ১৭৩ রানে উইকেটে রয়েছে। তৃতীয় দিনের খেলার শেষে মহারাষ্ট্র ১৪২ রানে এগিয়ে রয়েছে। হাতে উইকেট রয়েছে আরও তিনটি। টার্গেট রয়েছে প্রায় দুই-আড়াইশো রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিতে চাইছে। ত্রিপুরা সরাসরি জয় না পেলেও প্রথম ইনিংসে লিভ নেওয়ার সুবিধাটুকু নিতে চাইবে। দ্বিতীয় দিনের খেলা শেষে মহারাষ্ট্র ১০৮ রানে পিছিয়ে ছিল। ‌আজ, মঙ্গলবার ম্যাচের তৃতীয় দিনে ৬২ রান নিয়ে খেলা শুরু করে ৪ উইকেট হারিয়ে ২৫০ রান যোগ করে দলের স্কোর ৩১২ তে দাঁড় করায়। হাডকে ৪৬ রানে আউট হলেও এইচ এ কাটে ২৬৯টি বল খেলে ২৪টি বাউন্ডারি হাঁকিয়ে ১৭৩ রানে উইকেটে টিকে থেকে একাই ত্রিপুরার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে। খেলা হচ্ছে ঔরঙ্গাবাদে শম্ভুজিনগর গ্রাউন্ডে। কর্নেল সি কে নাইডু ট্রফি ক্রিকেট, গ্রুপ লীগের খেলা। টস জিতে ত্রিপুরা প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নিয়ে মহারাষ্ট্রকে আমন্ত্রণ জানায় ব্যাটিংয়ের। প্রথমে ব্যাটিং এর সুযোগ পেয়ে মহারাষ্ট্র ৩৩.৫ ওভার খেলে ১৬০ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হলে, ত্রিপুরার সামনে এক দারুন সুযোগ আসে। প্রায় দেড় দিনে ত্রিপুরা ১০৩.৫ ওভার খেলে ২৭৭ রানে ইনিংস শেষ করলে ১৭০ রানে দারুন লীড পায়। ‌পিছিয়ে থেকে মহারাষ্ট্র ফের দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ২৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬২ রান সংগ্রহ করে। আজ ৮৫ ওভার খেলে মহারাষ্ট্র ৭ উইকেট হারিয়ে ৩১২ রান সংগ্রহ করে থামে। মহারাষ্ট্র এই মুহূর্তে ১৪২ রানে এগিয়ে রয়েছে। ত্রিপুরার বোলার দীপ্তনু চক্রবর্তী ৬৯ রানে পাঁচটি উইকেট এবং অভিজিৎ দেববর্মা ৭৫ রানে দুটি উইকেট পেয়েছে। যদিও অভিজিৎ প্রথম ইনিংসে একাই সাতটি উইকেট পেয়েছিল ৪০ রানের বিনিময়ে। উল্লেখ্য, এই গ্রুপে নিজেদের চার দিবসীয় প্রথম খেলায় চন্ডিগড় খেলছে কেরালার বিরুদ্ধে। কর্ণাটক খেলছে তামিলনাড়ুর বিরুদ্ধে। ওড়িশা তিন দিনের মধ্যেই ইনিংস সহ ৬৩ রানের ব্যবধানে উত্তরাখণ্ডকে পরাজিত করেছে।