নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর:
আরজি কর কান্ডের ঘটনায় অভিযুক্ত সন্দীপন ঘোষ বিলোনিয়া বিদ্যাপীঠ মাঠে। তাও আবার রাবনের রুপে। কলকাতা একটি পূজা মন্ডপে অসুর রুপে দেখা গেলেও বিলোনিয়াতে রাবনের রুপে দেখা গেল। আতসবাজি রোসনাই সহ দশেরা উৎসবের আয়োজনের মধ্যে রাবণ বধের পরেই সাঙ্গ হলো শারদীয়া দূর্গা মায়ের পূজা।
এই দশমীর দিনে বিলোনিয়া বনকর ওরিয়েন্টাল ক্লাব আয়োজন করে থাকে দশেরা উৎসব। রাবণ বধ ও আতস বাজি রোশনাইয়ে এই দশেরা উৎসব পালন করে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। বিলোনিয়া বিদ্যাপীঠ মাঠে উপচে পড়া ভীড়ের মাঝে রবিবার রাত সোয়া দশটা রাবনকে দহন করে বধ করা হয়। জয় শ্রী রাম ধ্বনি ছিল আকাশে বাতাসে। অশুভ শক্তিকে বিনাস করে শুভ শক্তির কামনায় করেছেন উপস্থিত জনগণ।
এই দিন দশেরা উৎসবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অশোক সীনহা, পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, কাউন্সিলর অনুপম চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী চন্দন দেবনাথ ও গৌতম সরকার সহ অন্যান্যরা।