BRAKING NEWS

দেশের নবীন প্রজন্মকে মাদকের অভিশাপ থেকে রক্ষা করে এক মাদকমুক্ত ভারত গড়ে তুলতে নরেন্দ্র মোদী সরকার অঙ্গীকারবদ্ধ : অমিত শাহ

নয়াদিল্লি, ১৪ অক্টোবর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার দেশের নবীন প্রজন্মকে মাদকের অভিশাপ থেকে রক্ষা করে মাদকমুক্ত ভারত গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। একথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ৷

সামাজিক মাধ্যম এক্স-এ একটি পোস্টে অমিত শাহ বলেছেন, মাদক ও নারকো ব্যবসার বিরুদ্ধে অভিযান কোনও ঢিলেমি ছাড়াই চলবে। শ্রী শাহ গুজরাট পুলিশের সহযোগিতায় ৫ হাজার কোটি টাকার কোকেন উদ্ধার-সহ একাধিক অভিযানে ১৩ হাজার কোটি টাকার মাদক উদ্ধারের জন্য দিল্লি পুলিশকে অভিনন্দন জানিয়েছেন৷

মাদক ব্যবসার বিরুদ্ধে সাম্প্রতিক অভিযানের অংশ হিসাবে, দিল্লি পুলিশ এবং গুজরাট পুলিশের বিশেষ সেল ১৩ অক্টোবর ২০২৪ তারিখে গুজরাটের আঙ্কলেশ্বরে একটি সংস্থায় অভিযান চালিয়ে ৫১৮ কেজি কোকেন উদ্ধার করে। আন্তর্জাতিক বাজারে এর মূল্য প্রায় ৫ হাজার কোটি টাকা।

এর আগে, ২০২৪ সালের ১ অক্টোবর দিল্লি পুলিশের স্পেশাল সেল মহিপালপুরের একটি গুদামে অভিযান চালিয়ে ৫৬২ কেজি কোকেন এবং ৪০ কেজি হাইড্রোপনিক গাঁজার একটি চালান বাজেয়াপ্ত করেছিল। তদন্ত চলাকালে ২০২৪ সালের ১০ অক্টোবর দিল্লির রমেশ নগরের একটি দোকান থেকে প্রায় ২০৮ কেজি অতিরিক্ত কোকেন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, উদ্ধারকৃত মাদক গুজরাটের আঙ্কলেশ্বর থেকে এসেছিল। এখনও পর্যন্ত মোট ১,২৮৯ কেজি কোকেন এবং ৪০ কেজি হাইড্রোপনিক থাইল্যান্ড গাঁজা উদ্ধার করা হয়েছে, যার মূল্য ১৩,০০০ কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *