হুগলি, ১৪ অক্টোবর (হি.স.): দুর্গাপুজোর বিসর্জনের রাতে বাইকের ধাক্কায় এক প্রৌঢ়ের গুরুতর জখম হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার বেধে গেল হুগলির বৈদ্যবাটিতে। রবিবার গভীর রাতে বৈদ্যবাটি চৌমাথার দিক থেকে বৈদ্যবাটি ১১ নম্বর রেল গেটের দিকে আসছিল একটি মোটর বাইক। পথে বৈদ্যবাটি কাজীপাড়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় এক বাসিন্দাকে ধাক্কা মারে বাইকটি। জানা গিয়েছে, তাপস শাসমল নামে বছর ৫২-র ওই ব্যক্তি গুরুতরভাবে আহত হন। তখনই উত্তেজিত জনতা ওই বাইকে আগুন লাগিয়ে দেয়। আহত তাপসবাবুকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। গোটা বিষয়টা খতিয়ে দেখতে শ্রীরামপুর থানার পুলিশ।
2024-10-14