নয়াদিল্লি, ১৪ অক্টোবর (হি.স.): ভারত একটি বিশ্বমানের ডিজিটাল সরকারি পরিকাঠামো তৈরি করতে সমর্থ হয়েছে। জোর দিয়ে বললেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-র গভর্নর শক্তিকান্ত দাস। তিনি বলেছেন, বিশ্বমানের ডিজিটাল সরকারি পরিকাঠামো উচ্চমানের নানা ডিজিটাল আর্থিক পণ্য উৎপাদনের পথকে প্রশস্ত করেছে। নতুন দিল্লিতে সোমবার একটি উচ্চ পর্যায়ের সম্মেলনে তিনি বলেন, দেশ বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ সংস্থার আতুঁড় ঘরে পরিণত হয়েছে। যেখানে ৪০ লক্ষেরও বেশি স্টার্টাপ সংস্হা তৈরি হয়েছে। আরবিআই গভর্নর ডিজিটাল সরকারি পরিকাঠামো ক্ষেত্রে দেশের এই সম্পদ বিশ্বব্যাপী ডিজিটাল বিপ্লবের পথ প্রশস্ত করবে বলে আশা প্রকাশ করেন। ডিজিটাল কারেন্সির প্রসার সম্পর্কে তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির ডিজিটাল কারেন্সি দক্ষতার সঙ্গে আন্তর্জাতিক বিনিময়ের মাধ্যম হয়ে ওঠার সবরকমের সম্ভাবনা রয়েছে। যেস মস্ত দেশ পাইকারী ও খুচরো উভয় ব্যবসার ক্ষেত্রে ডিজিটাল কারেন্সির ব্যবহার শুরু করেছে, তার মধ্যে ভারত অন্যতম।