দার্জিলিং, ১৪ অক্টোবর (হি.স.): হলংয়ের পর এবার সিংটাম বাংলোয় ভয়াবহ অগ্নিকাণ্ড। রবিবার রাতে পুড়ে ছাই হয়ে গেল ১০৪ বছরের পুরনো বাংলোটি। দুর্গম এলাকা হওয়ায় দমকল কর্মীদের ঘটনাস্থলে পৌঁছতে কিছুটা সময় লাগে। ফলে আগুনের লেলিহান শিখা সামাল দেওয়া সম্ভব হয়নি। ভস্মীভূত হয়ে গিয়েছে গোটা বাংলোটিই।রবিবার রাতে সিংটাম চা বাগানের ম্যানেজারের বাংলোয় বিধ্বংসী আগুন লাগে। পুড়ে ছাই হয়ে গিয়েছে ১০৪ বছরের পুরনো এই বাংলোটি। রবিবার রাতে ওই বাংলোটিতে আগুন লাগে। দুর্গম এলাকা হওয়ায় দমকল কর্মীদের ঘটনাস্থলে পৌঁছতে বেশ কিছুটা দেরি হয়। ততক্ষণে ভস্মীভূত হয়ে গিয়েছে গোটা বাংলোটি।
2024-10-14