উয়েফা নেশন্স লিগ: মার্তিন জুবিমেন্দির গোলে ডেনমার্ককে হারিয়ে শীর্ষে স্পেন

বার্সেলোনা, ১৩ অক্টোবর (হি.স.): দীর্ঘ প্রতীক্ষার পর দেখা মিলল কাঙ্ক্ষিত গোলের। মার্তিন জুবিমেন্দির দারুণ গোলে শীর্ষে উঠে এল লুইস দে লা ফুয়েন্তের দল। আন্তর্জাতিক ফুটবলে এটাই ছিল জুবিমেন্দির প্রথম গোল।

নেশন্স লিগে শনিবার রাতে ঘরের মাঠে ১-০ গোলে জিতেছে ইউরো চ্যাম্পিয়ন স্পেন।

সারা ম্যাচে গোলের জন্য ২৫টি শট নিয়েছিল স্পেন। তার মধ্যে  ৬টি লক্ষ্যে রাখতে পেরেছিল তারা। ডেনমার্ক লক্ষ্যে রাখতে পেরেছিল মাত্র তিনটি শট। প্রতিযোগিতামূলক ফুটবলে এই নিয়ে টানা ১৮ ম্যাচে অপরাজিত রইল স্প্যানিশরা।

‘এ’ লিগের চার নম্বর গ্রুপে ৩ ম্যাচে স্পেনের পয়েন্ট হলো ৭। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেল ডেনমার্ক।