ডিব্ৰুগড় (অসম), ১৩ অক্টোবর (হি.স.) : ডিব্ৰুগড় জেলার অন্তর্গত নীলবাগানে আজ রবিবার এক ভয়াবহ সড়কয় একজনের মৃত্যু হয়েছ। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। নিহত ব্যক্তিকে জনৈক ফারহাদ আলম বলে শনাক্ত করা হয়েছে। এছাড়া আহত দুজন যথাক্ৰমে মুজাহিদুল ইসলাম এবং মুক্ষিদুল ইসলামকে ডিব্ৰুগড় মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভরতি করেছে পুলিশ।
জানা গেছে, দ্রুতবেগী একটি মোটর বাইকের ধাক্কায় দুৰ্ঘটনাটি সংঘটিত হয়েছে। ঘাতক মোটর বাইককে বাজেয়াপ্ত করার পাশাপাশি তার চালককে পুলিশ আটক করেছে।