চন্ডীগড়, ১২ অক্টোবর (হি. স.) : পঞ্জাবের ফিরোজপুরে সীমান্তে ভারতের আকাশসীমায় চলে এল পাকিস্তানের ড্রোন। প্রযুক্তিকে কজে লাগিয়ে ড্রোনটিকে নিষ্ক্রিয় করল সীমান্তরক্ষী বাহিনী। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে । উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রের অংশ এবং মাদক।
জানা গিয়েছে, শনিবার ভোরে পঞ্জাবের ফিরোজপুরে সীমান্তে ভারতীয় আকাশসীমায় ঢুকে পড়ে পাক ড্রোনটি। প্রযুক্তিগত কৌশল কাজে লাগিয়ে সেটিকে নিষ্ক্রিয় করে বিএসএফ জওয়ানরা। ড্রোন থেকে উদ্ধার করা হয় প্রায় ৫০০ গ্রাম হেরোইন এবং পিস্তলের খালি ম্যাগাজিন। বিএসএফের অনুমান, সীমান্তে সক্রিয় জঙ্গি বা অপরাধ চক্রের উদ্দেশেই পাঠানো হয়েছিল সেগুলি।