BRAKING NEWS

সিপিএমের রাজ্য দপ্তরে ৩৭ তম শহীদান দিবস পালিত

আগরতলা, ১২ অক্টোবর: জোট আমলে বীরচন্দ্র মনুতে একসাথে সিপিএমের ১৩ জন কর্মী শহিদ হয়েছিলেন। আজ সিপিএমের রাজ্য দপ্তরে ৩৭ তম শহীদান দিবস পালন করা হয়েছে। এদিন উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ পার্টির নেতৃত্বরা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, ১৯৮৮ সালে ১২ অক্টোবর বীরচন্দ্রমনুতে তৎকালীন জোট সরকারের দখলকৃত পার্টি অফিস উদ্ধার করে সেখানে পতাকা উত্তোলন করেতে গিয়ে সন্ত্রাসের বলি হয়েছিলেন শ্রীরাম পাল সহ সিপিএমের ১৩ জন কর্মী। গত ৫ বছর যাবৎ কংগ্রেস জোট সরকার ত্রিপুরার উপর হত্যালীলা চালিয়েছিল। ওই ৫ বছরে তিন শতাধিক মা বোন ধর্ষণের শিকারও হয়েছিলেন। তাই প্রতিবছর ন্যায় এবছর সারা রাজ্যে শহীদান দিবস পালন করা হচ্ছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *