মরিগাঁও (অসম), ১১ অক্টোবর (হি.স.) : মরিগাঁও জেলা কারাগার থেকে পাঁচ বন্দি পালিয়ে গেছে। পলাতক বন্দিদের সাইফ উদ্দিন, জিয়ারুল, নুর ইসলাম, মফিদুল এবং আব্দুল রশিদ পরিচয় পাওয়া গেছে। এ ঘটনায় কারাগারে নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।
ঘটনাটি ভোররাত প্ৰায় দুটো নাগাদ সংঘটিত হলেও প্রকাশ্যে এসেছে আজ শুক্রবার। জানা গেছে, পলাতক অপরাধীরা রাতে জেলের প্ৰায় ২০ ফুট উঁচু প্রাচীর টপকাতে কম্বল, লুঙ্গি এবং বিছানার চাদর ব্যবহার করেছিল। কারাগার কর্তৃপক্ষে দাবি, পলাতক অপরাধীরা তাদের ব্যারাকের লোহার রড ভেঙে বেরিয়ে পালিয়েছে।
মরিগাঁও জেলার পুলিশ সুপার সহ কারাগার কর্তৃপক্ষ ঘটনার তদন্ত করছেন। প্রাথমিকভাবে তাঁরা কারাগারে অবস্থানকারী কর্তব্যরত কর্মীদের অবহেলাকে দায়ী করছেন। পলাতক অপরাধীদের ধরতে সম্ভাব্য স্থানে তালাশি অভিযান চালিয়েছে পুলিশ। আন্তঃজেলা সীমান্ত এলাকা এবং সংলগ্ন সব থানাকে তাদের পাকড়াও করতে বার্তা পাঠানো হয়েছে বলে জানা গেছে।