BRAKING NEWS

প্রথম ইনিংসে ৫৫০-এর বেশি রান করেও  ম্যাচ হেরে গেল পাকিস্তান

মুলতান, ১১ অক্টোবর (হি.স.) : শুক্রবার,  পাকিস্তানের   মুলতান ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী টেস্টে অর্থাৎ প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে এক ইনিংস ও ৪৭ রানে হেরেছে পাকিস্তান।  টস জিতে প্রথমে ব্যাটিং করে প্রথম ইনিংসে ৫৫৬ রান করেছিল পাকিস্তান। যথেষ্ট ভালো রান একটা ম্যাচ জয়ের জন্য হলেও   পাকিস্তান বোলাররা দিশেহারা হয়েছে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের   কাছে। ইংল্যান্ড প্রথম ইনিংসে করেছিল ৭ উইকেটে ৮২৩ (ডিক্লেয়ার)। হ্যারি ব্রুক সর্বোচ্চ ৩১৭ রান করেন এবং জো রুট ২৬২ রান করেন। এই জুটি চতুর্থ উইকেটে ৪৫৪ রান যোগ করে রেকর্ড গড়েন।  ২৬৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার পর ২২০ রানে অলআউট হয়ে যায়।  ঘরের মাঠে পাকিস্তান তার শেষ ১১ টেস্টে জয় পেল না। ১১টির মধ্যে সাতটি টেস্ট ম্যাচ হেরেছে তারা। সবচেয়ে আশ্চর্যের বিষয় ইতিহাসে প্রথম দল যারা   প্রথম ইনিংসে ৫৫০-এর বেশি রান করেও  ইনিংসে ম্যাচটা হেরে গেল!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *