ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয়ের ধারা অব্যাহত রাখতে চাইছে ত্রিপুরার ছেলেরা। যদিও প্রতিপক্ষ ওড়িশা। এবারকার ওড়িশার ট্র্যাক রেকর্ডও কিন্তু এবার তেমন উল্লেখযোগ্য নয়। কেননা প্রথম ম্যাচে মিজোরামকে হারানো ছাড়া ওড়িশার আর তেমন কোনও জয় নেই। একই অবস্থা ত্রিপুরা দলেরও প্রথম দুটি ম্যাচে যথাক্রমে জম্মু ও কাশ্মীর এবং তামিলনাড়ুর কাছে যথাক্রমে এক উইকেটে এবং নয় উইকেটে পরাজয়ের পর তৃতীয় ম্যাচের মাথায় প্রথম জয়ের স্বাদ পেয়েছে ২০২ রানের বিশাল ব্যবধানে মিজোরামকে হারিয়ে। এদিকে ওড়িশাও প্রথম ম্যাচেই মিজোরামকে হারানোর অভিজ্ঞতা নিয়ে ফেলেছে। পরবর্তী দুটি ম্যাচে যথাক্রমে পাঞ্জাবের কাছে ৫ উইকেটে এবং তামিলনাড়ুর কাছে আট উইকেটে পরাজয় স্বীকার করেছে। খেলা বিসিসিআই আয়োজিত অনূর্ধ্ব ১৯ একদিবসীয় ক্রিকেট তথা ভিনু মানকড় ট্রফির লীগ পর্যায়ে ই গ্রুপের চতুর্থ রাউন্ডে আগামীকাল ত্রিপুরা ও উড়িষ্যা ম্যাচের মতো আরও দুটি ম্যাচ রয়েছে। মিজোরাম খেলবে পাঞ্জাবের বিরুদ্ধে এবং অপর ম্যাচে জম্মু-কাশ্মীর খেলবে তামিলনাড়ুর বিরুদ্ধে। উল্লেখ্য, পাঞ্জাব ইতোমধ্যে পরপর তিনটি ম্যাচে জয়ী হয়ে জয়ের হ্যাটট্রিক করার পাশাপাশি অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়নের লক্ষ্যে এগোচ্ছে। অপর খেলায় তামিলনাড়ুও জম্মু-কাশ্মীরের মধ্যে চমৎকার লড়াই হবে। কেননা দুই দল ইতোমধ্যে দুটি করে ম্যাচ জিতে নিয়েছে। এদিকে ত্রিপুরা দলের প্রথম একাদশ গত ম্যাচের কম্বাইনেশন রাখার ইচ্ছে রয়েছে বলে সংবাদ সূত্রে খবর রয়েছে।