নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ অক্টোবর: শারদোৎসবে বৃষ্টির দুশ্চিন্তা কাটলো। থাকছে না বৃষ্টি। তবে সপ্তমী ও অষ্টমী তিথিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ১০ অক্টোবর অর্থাৎ বুধবার গোমতী এবং সিপাহিজলা জেলার দু-একটি স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে গোটা রাজ্যজুড়ে।
১১ অক্টোবর অর্থাৎ অষ্টমীর দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। হালকা বজ্র বিদ্যুৎ থাকতে পারে রাজ্যের বিভিন্ন জেলায়।
বাকি নবমী ও দশমীতে কোনো আবহাওয়ার খারাপ থাকার পূর্বাভাস নেই। অর্থাৎ ত্রিপুরায় শারদোৎসবে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। ফলে শারদোৎসবের আনন্দে সবাই কোনো বাঁধা ছাড়াই মেতে উঠতে পারবেন বলে আশা করা যাচ্ছে।