ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। রাজ্য রঞ্জি দল ঘোষিত। মাঠে নামার জন্য প্রস্তুত প্রায় ত্রিপুরা দলের খেলোয়াড়রা। মাঝে আর একটিমাত্র দিন রয়েছে। ১১ অক্টোবর শুক্রবার থেকে ত্রিপুরা ওড়িশার রঞ্জি ট্রফির চার দিনের ম্যাচ শুরু হচ্ছে। ক-দিন ধরেই ত্রিপুরা দলের খেলোয়াড়রা প্রয়োজনীয় অনুশীলন করছিল। এদিকে ওড়িশা দলও আগরতলায় পৌঁছে আজ, বুধবার এমবিবি স্টেডিয়ামে প্রয়োজনীয় প্র্যাকটিস করে নিয়েছে। আগামী ১১ অক্টোবর, শুক্রবার থেকে এমবিবি স্টেডিয়ামে ত্রিপুরা বনাম ওড়িশার মধ্যে রঞ্জি ট্রফির চার দিনের ম্যাচটি শুরু হবে। ত্রিপুরা দলের মতো ওড়িশা দলেও বেশ ক-জন নতুন মুখ রয়েছে। দুদলের খেলোয়াড় রাই মাঠে সেরা খেলাটা খেলতে চাইছে। দুদলের খেলোয়াড়রা হলো – ওড়িশা দল: গোবিন্দ পোদ্দার (অধিনায়ক), বিপ্লব সামন্ত, সূর্যকান্ত প্রধান, অনিল পরিদা, কার্তিক বিসোয়াল, রমেশ ধ্রুপদ, সন্দীপ পট্টনায়েক, দেবব্রত প্রধান, রাজেশ মোহান্তি, হরষিৎ রাঠোর, সুনীল রাউল, স্বস্তিক শ্যামল, অনুরাগ সারেঙ্গী, শান্তনু মিশ্র, সুমিত শর্মা, তরনী শাহ, আশিষ সাইন।
ত্রিপুরা দল: বিক্রম কুমার দাস, জীয়নজোৎ সিং, শ্রীদাম পাল, তেজস্বী জয়সোয়াল, মনদীপ সিং (অধিনায়ক), শরথ শ্রীনিবাস, বিক্রম দেবনাথ, মনিশঙ্কর মুরাসিং (সহ অধিনায়ক), পারভেজ সুলতান, রানা দত্ত, সন্দীপ সরকার, সৌরভ দাস, জয়দীপ বণিক, শংকর পাল, রজত দে।