BRAKING NEWS

প্রবল বর্ষণে ফুল চাষে ক্ষতি, আকাশছোঁয়া দাম পদ্ম-সহ অন্যান্য ফুলের

কোলাঘাট, ৯ অক্টোবর (হি.স.): সাম্প্রতিক নিম্নচাপজনিত প্রবল বর্ষণের কারণে মেদিনীপুরে ব্যাপকহারে ফুল নষ্ট হওয়ায় শারদীয়া দুর্গাপূজায় পদ্ম-সহ অন্যান্য ফুলের দাম আকাশছোঁয়া।           সাম্প্রতিক নিম্নচাপজনিত প্রবল বর্ষণ ও বন্যার কারনে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার ফুলচাষ ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। সে কারণে ফুলের দাম অনেকটা উর্দ্ধমুখী।               সারা বাংলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, রাজ্যে শারদীয়া দুর্গাপূজায় পদ্ম সহ বিভিন্ন রকমের ফুলের ব্যাপক পরিমান চাহিদা থাকায় বেশ কয়েকদিন আগে থেকেই পদ্ম সহ বিভিন্ন ফুল হিমঘরে মজুত করে ফুলব্যবসায়ীরা। অষ্টমী তিথিতে শুধুমাত্র এ রাজ্যে এক কোটি পদ্মের চাহিদা থাকে। একদিনে এই বিশাল সংখ্যক চাহিদা মেটাতে ফুলব্যবসায়ীরা চাষীর কাছ থেকে পদ্ম সংগ্রহ করে ২০/২৫ দিন আগে থেকে হিমঘরে মজুত রাখে। প্রাকৃতিক দুর্যোগের কারণে বিপুল পরিমাণ ফুল নষ্ট হওয়ায় পদ্ম সহ সব ধরনের ফুলের বাজার স্বাভাবিক নিয়মে বুধবার, ষষ্ঠীতেই ছিল বেশ চড়া।পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কোলাঘাট,দেউলিয়া,কেশাপাট,আষাড়ী,খুকুড়দহ  প্রভৃতি ফুলবাজার সুত্রে জানা গেছে, এদিন লাল গাঁদা ১০০ টাকা,হলুদ গাঁদা ১২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। রজনীগন্ধা ৫০০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হয়েছে। পদ্ম প্রতি পিস ৩০ থেকে ৩৫ টাকা,গোলাপ ৪ টাকা দরে বিক্রি হয়েছে। দোপাটি ৩০০ টাকা ও অপরাজিতা ১০০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। তিন ফুট সাইজের লাল গাঁদার মালা প্রতি পিস এর দাম ছিল ২০টাকা, হলুদ গাঁদা মালার দাম ছিল ২৫ টাকা। জবার দাম ছিল ১০০০ টাকা প্রতি হাজার পিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *