ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। শেষ ম্যাচেও হারলো ত্রিপুরা। নিয়ম রক্ষার ম্যাচ ছিল। মূল পর্বে উন্নীত হওয়া বা অবনমনেরও তেমন কোনও চাপ ছিল না। ছোট্ট একটা আকাঙ্ক্ষা ছিল, শেষ ম্যাচে জয়ের স্বাদ নিয়ে ঘরে ফেরার বিমান ধরা। মুখ্যত আকাঙ্ক্ষা পূরণ হলো না। উত্তর প্রদেশ অনেকটা হেসে খেলে পাঁচ উইকেটের ব্যবধানে পরাজিত করে গ্রুপ রানার্সের স্বীকৃতি জিতে নিয়েছে। খেলা ছিল মহিলাদের অনূর্ধ্ব ১৯ জাতীয় টি-টোয়েন্টি ক্রিকেট আসর চন্ডিগড়ে মহাজন ক্রিকেট গ্রাউন্ডে। টস জিতে ত্রিপুরার মেয়েরা প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। কিন্তু ব্যাটিং লাইন আপে সেই তথৈবচ চেহারা। ১৮.২ ওভার খেলে ৬৫ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। পাল্টা ব্যাট করতে নেমে উত্তর প্রদেশের মেয়েরা ১০ বল বাকি থাকতে পাঁচ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নয়। রাজ্য দলের দেবশ্রিতা চৌধুরী ৩০ বল খেলে ২৫ রান, তিনটি বাউন্ডারি সহযোগে। এছাড়া রিফু দেববর্মা অপরাজিত থেকে ব্যক্তিগত ১২ রান কিছুটা উল্লেখ করার মতো। বোলিং এর ক্ষেত্রে গিয়া মন্ডল ১৪ রানে দুটি উইকেট পেয়েছিল। এছাড়া, রিফু দেববর্মা, তানিয়া দেব ও অন্তরানী নোয়াতিয়া একটি করে উইকেট পেয়েছে। উল্লেখ্য, ছয় দলীয় ই-গ্রুপে পাঁচ ম্যাচে ত্রিপুরা দল একটিমাত্র খেলায় জয়ী হয়েছে। চার পয়েন্ট পেয়ে পঞ্চম স্থানে থেকে ঘরে ফিরছে ত্রিপুরা দল। গ্রুপের অন্য খেলায় বাংলা ১৪২ রানের ব্যবধানে অরুণাচল প্রদেশকে হারিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। অপর খেলায় রাজস্থান ৫ উইকেটের ব্যবধানে ঝাড়খন্ডকে পরাজিত করেছে। উত্তর প্রদেশ পেয়েছে দ্বিতীয় শীর্ষস্থান।