কমলপুরের আপনজন ক্লাবে শারদোৎসব উপলক্ষ্যে বিশেষ সামাজিক কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ৮ অক্টোবর: দুর্গাপূজার দিনক্ষন যত এগিয়ে আসছে ততই ক্লাবগুলির পূজা প্যান্ডেল ও মৃৎশিল্পীদের প্রতিমা সজ্জার তুলির শেষ টানে ব্যস্ত হয়ে উঠেছে।

কমলপুর শহরের মধ্য এলাকার অন্যতম আপনজন ক্লাব। আপনজন ক্লাব বিগত ৬৬ বছর ধরে স্থানীয় পূর্ত দফতরের কমপ্লেক্সে দুর্গা পূজা করে আসছে। প্রতি বছর পূজার ৪ দিন নানা সামাজিক অনুষ্ঠান করে থাকে। এবার কোন ব্যতিক্রম নেই। ইতিমধ্যে দুর্গা পূজা উপলক্ষ্যে রক্তদান শিবির, স্বচ্ছ ভারত অভিযান, দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরন কর্মসূচী পালন করেছে ক্লাব পক্ষ থেকে। পূজার ৩ দিন সন্ধ্যায় থাকবে ক্লাব এরিয়ার মহিলাদের বিভিন্ন প্রতিযোগিতা। তাছাড়া রাতে স্থানীয় শিল্পী ও বহিরাগত শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান। পূজার তিন দিন থাকছে মহা প্রসাদের আয়োজন।

এবার পূজা প্যান্ডেলের থিম বিদ্যা সাগরের সহজ পাঠ। প্যান্ডেলের বাইরে সাহিত্যিক শরৎচন্দ্র, বঙ্কিম চন্দ্র, বিদ্যা সাগর,কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কবি সুকান্ত, কবি নজরুল সবার বিশেষ বানী প্রচার সহ সাজানো হয়েছে। থাকবে দীর্ঘ রাস্তা জুড়ে আলো সজ্জা। যা অন্য মাত্রা নিয়েছে। আকর্ষন করবে শিশু থেকে সব দর্শনার্থীদের। এমনটাই জানিয়েছেন আপনজন ক্লাবের পূজা কমিটির সম্পাদক বান্টি চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *