নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ অক্টোবর:
রাজধানী আগরতলা শহরের মহারাজগঞ্জ বাজার সংলগ্ন গ্র্যান্ডিয়োস ক্লাবের পূজো মন্ডপে শেষ তুলির টানে সাজিয়ে তোলার কাজ চলেছে। শেষ সময়ের প্রস্তুতি চলছে মহারাজগঞ্জ বাজার সংলগ্ন গ্র্যান্ডিয়োস ক্লাবের পূজা মন্ডপের। এবছর তাদের মন্ডপে ফুটে উঠবে নেপালের পোগোডা বুদ্ধমন্দির।
প্লাস্টিকের বিভিন্ন আইটেম দিয়ে তৈরি হচ্ছে তাদের পূজো মন্ডপ। বোতলের ছিপি চামচ প্লাস্টিকের গরু দিয়ে বিভিন্ন দেব-দেবীর প্রতিকৃতি তৈরি করা হয়েছে প্যান্ডেলে, যা দর্শনার্থীদের আকর্ষিত করবে বলেই জানান পূজো কমিটির সেক্রেটারি দেবাসিস দত্ত।

