BRAKING NEWS

সংবাদ মাধ্যমের সাথে মুখ্যমন্ত্রীর মত বিনিময়, যানজট মোকাবেলায় আগরতলায় আরও তিনটি উড়ালপুল নির্মাণের পরিকল্পনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর৷৷ শারদোৎসবের প্রাক্‌ মুহূর্তে রাজ্যের সার্বিক উন্নয়নে সংবাদ মাধ্যমের প্রতিনিধি, সম্পাদক এবং বরিষ্ঠ সাংবাদিকদের সাথে মত বিনিময়ের মধ্য দিয়ে পরামর্শ গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা৷ তাঁর আশ্বাস, মত বিনিময় সভা থেকে পাওয়া বিভিন্ন পরামর্শ রাজ্য সরকারের কাজে গতি আনতে সহায়ক ভূমিকা নেবে৷ সাথে তিনি সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন৷
রবিবাসরীয় সন্ধ্যায় সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা সংবাদ মাধ্যমের প্রতিনিধি, সম্পাদক এবং বরিষ্ঠ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন৷ ওই সভায় সাংবাদিকরা বিভিন্ন ক্ষেত্রে সরকারি পদক্ষেপের বিষয়ে পরামর্শ দিয়েছেন৷ আইনশৃঙ্খলা থেকে শুরু করে ট্রাফিক ব্যবস্থা এবং পরিকাঠামোগত বিভিন্ন বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে সাংবাদিকদের ইতিবাচক আলোচনা হয়েছে৷ রাজ্যের আপামর জনগণের স্বার্থে ওই বিষয়গুলি রাজ্যসরকারকে ভাবতে হবে, এদিন তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
সাম্প্রতিককালে শহর আগরতলায় জ্বলন্ত সমস্যা হল ট্রাফিকি ব্যবস্থা৷ যানজট মোকাবেলায় প্রায়শই ট্রাফিক পুলিশ নাজেহাল হচ্ছেন৷ তেমনি, রাস্তায় যান চলাচলের ক্ষেত্রে প্রতিকূলতার মুখোমুখি হচ্ছেন সাধারণ জনগণ৷ মুখ্যমন্ত্রীর মতে, আগরতলা শহরের রাস্তার পরিধি অনুযায়ী যানবাহনের সংখ্যা অনেকটাই বেড়েছে৷ রাস্তা বড় করা, কোনভাবেই সম্ভব নয়৷ তাই, বিকল্প ব্যবস্থা হিসেবে উড়ালপুল নির্মাণের বিষয়ে ভাবছে রাজ্য সরকার৷ মুখ্যমন্ত্রীর দাবি, তিনটি নতুন উড়ালপুল নির্মাণের বিষয়ে চিন্তাভাবনা করছে রাজ্য সরকার৷ সার্কিট হাউস গান্ধী মূর্তির পাদদেশ থেকে রাধানগর স্ট্যান্ড পর্যন্ত৷ স্বামী বিবেকানন্দ ময়দান থেকে উজ্জ্বয়ন্ত প্রাসাদ এবং পুরাতন মোটরস্ট্যান্ড থেকে মেলারমাঠ পর্যন্ত উড়ালপুল নির্মাণের প্রস্তাব এসেছে৷ দুর্গোৎসবের পর এবিষয়ে বিস্তারিত আলোচনা হবে৷
এদিন তিনি উদ্বেগের সুরে বলেন, নিগো বাণিজ্য ক্যান্সারের মতোই সামাজিক ব্যাধি৷ কড়া হাতে তার মোকাবেলা করা হবে৷ সাথে তিনি যোগ করেন, আইনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে প্রতিনিয়তই আরক্ষা প্রশাসনকে কড়া নির্দেশ দিচ্ছেন৷ এদিকে, সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সমাধানে তিনি আশ্বাস দিয়েছেন৷ তিনি বলেন, সাংবাদিক আক্রান্তের ঘটনা অতীতের তুলনায় অনেকটাই কমেছে৷ সাথে তিনি যোগ করেন, দুই সাংবাদিক খুনের মামলায় সিবিআই তদন্তের অগ্রগতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে কথা বলবেন৷ এদিন তিনি রাজ্যের সার্বিক উন্নয়নে সংবাদ মাধ্যমের ইতিবাচক পরামর্শ চেয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *