BRAKING NEWS

স্বল্প বাজেটের মধ্য দিয়ে মায়ের আরাধনায় ব্রতী দক্ষিন জোলাইবাড়ী চিত্তরঞ্জন ক্লাবের সদস্যরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর: স্বল্প বাজেটের মধ্য দিয়ে মায়ের আরাধনায় ব্রতী হতে চলছে দক্ষিন জোলাইবাড়ী চিত্তরঞ্জন ক্লাবের সদস্যরা।
বাঙ্গালীর শ্রেষ্ঠ উৎসব দূর্গোৎসব। এই দূর্গোৎসবকে কেন্দ্র করে অন্যান্য বছরের ন্যায় এইবছরও মায়ের আরাধনায় ব্রতী হতে চলছে দক্ষিন জোলাইবাড়ী বৈদ্যপাড়ার দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের সদস্যরা।

এইবারের বন্যার জল থেকে লোকজনদের উদ্ধার কাজে এই ক্লাবের সদস্যরা বিশেষ ভূমিকা পালন করেছে। বন্যার প্রভাবে কোনোপ্রকার চাঁদার জুলুম ছারা স্বল্প বাজেটে নানান প্রকারের সামাজিক কর্মসূচীর মাধ্যমে দূর্গাপূজার আয়োজন করছে ক্লাবের সদস্যরা।

এইবছরে পূজার বাজেট রাখা হয়েছে ১ লক্ষ ২০ হাজার টাকা। পূজার প্রস্তুতি কাজ চলছে দ্রুতগতিতে।  নিয়ম রক্ষনার্থে ও লোকজনেরাযাতে করে ভয়াভহ বন্যার প্রভাব কাটিয়ে আনন্দে মাতোয়ারা হয়ে উঠতে পারে তারই প্রয়াস চালিয়ে যাচ্ছে ক্লাব কতৃপক্ষ।  পঞ্চমীর দিন রাত্রিবেলায় পূজার প্যান্ডেল সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানান ক্লাবের সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *