BRAKING NEWS

ফের জনতার আদালতে কেজরিওয়াল

নয়াদিল্লি, ৬ অক্টোবর (হি.স.): দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রবিবার দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে ‘জনতা কি আদালত’ কর্মসূচিতে জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। উল্লেখ্য, এর আগে তিনি দিল্লির যন্তর মন্তরে জনতার উদ্দেশে ভাষণ দিয়েছিলেন। সেসময় আম আদমি পার্টির তরফে জানানো হয়, কেন্দ্র বিভিন্ন তদন্তকারী সংস্থা নিয়োগ করে কেজরিওয়ালকে সমস্যায় ফেলার চেষ্টা করছে। কিন্তু তারা কিছুই খুঁজে পায়নি। সুপ্রিম কোর্ট তাঁকে জামিন দিয়েছে। কিন্তু জামিন পেলেও মুখ্যমন্ত্রী ইস্তফা দেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি জানান, জনগণের কাছ থেকে সততার শংসাপত্র নিয়ে ফের ক্ষমতায় আসবেন তিনি।  

উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় কয়েকমাস আগে কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই মামলায় তাঁকে শর্তসাপেক্ষে জামিন দেয় সুপ্রিম কোর্ট। তাঁকে মুখ্যমন্ত্রী হিসাবে কোনও ফাইলে স্বাক্ষর করতে, অফিসে যেতে নিষেধ করেছিল আদালত।  এর পরেই তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন এবং এএপি নেত্রী অতিশীকে মুখ্যমন্ত্রী করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *