BRAKING NEWS

ছত্তিশগড়ে নকশালবাদের অবসান ঘটবেই, আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই

রায়পুর, ৫ অক্টোবর (হি.স.): ছত্তিশগড়ে নকশালবাদের অবসান ঘটবেই, আত্মবিশ্বাসের সঙ্গে রীতিমতো জোর দিয়ে বললেন মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই। এনকাউন্টারে ৩১ জন মাওবাদীর মৃত্যু প্রসঙ্গে শনিবার মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই বলেছেন, “আমাদের বাহিনী বিরাট সাফল্য অর্জন করেছে। ৩১ জন নকশাল নিহত হয়েছে এবং এবার আমাদের বাহিনী ২৯-এর আগের রেকর্ড ভেঙেছে। তাই, আমরা আমাদের বাহিনীকে অভিনন্দন জানাই, তাঁদের সাহসিকতাকে অভিনন্দন জানাই এবং অবশ্যই একদিন এমন আসবে যেদিন নকশালবাদের অবসান ঘটবে এবং ছত্তিশগড়ে শান্তি প্রতিষ্ঠিত হবে।” উল্লেখ্য, নকশাল পুনর্বাসন নীতির অধীনে শনিবার সকালে ছত্তিশগড়ের বিজাপুরে মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই নকশাল-আক্রান্ত পরিবারের ৭০ জন নির্ভরশীলকে সরকারি নিয়োগপত্র বিতরণ করেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ), তেন্দু পাতা বোনাস, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে তহবিল, কিষাণ ক্রেডিট কার্ড এবং অন্যান্য জিনিসগুলিও সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *