BRAKING NEWS

কংগ্রেস যুব সমাজকে মাদকের দিকে ঠেলে দিতে চাইছে : প্রধানমন্ত্রী

ওয়াশিম, ৫ অক্টোবর (হি.স.): কংগ্রেস যুবসমাজকে মাদকের দিকে ঠেলে দিতে চাইছে এবং সেই অর্থকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও জেতার জন্য ব্যবহার করতে চায়। কংগ্রেসের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে সাম্প্রতিক মাদক উদ্ধারের প্রসঙ্গ টেনে এনে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “দিল্লিতে হাজার কোটি টাকার মাদক উদ্ধার হয়েছে। এই মাদক চক্রের প্রধান অভিযুক্ত কংগ্রেস নেতা।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার মহারাষ্ট্রের ওয়াশিমে একটি অনুষ্ঠান থেকে প্রায় ২৩ হাজার কোটি টাকার কৃষি ও পশুপালন সেক্টরের বিভিন্ন প্রকল্পের সূচনা করেছেন। এর আগে ওয়াশিমে বানজারা বিরাসাত যাদুঘরের উদ্বোধন ও পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী। উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। ওয়াশিমের অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “কংগ্রেসের চিন্তাভাবনা শুরু থেকেই বিদেশী। ব্রিটিশ শাসনের মতো, এই কংগ্রেস পরিবারগুলিও দলিত, অনগ্রসর শ্রেণী এবং আদিবাসীদের নিজেদের সমান মনে করে না। তারা মনে করে ভারতকে শুধুমাত্র একটি পরিবার দ্বারা শাসন করা উচিত। তাই তারা সবসময় বানজারা সম্প্রদায়ের প্রতি অবমাননাকর মনোভাব পোষণ করে।”প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “কংগ্রেস শাসিত হচ্ছে শহুরে-নকশালদের দ্বারা। তারা মনে করে আমরা সবাই ঐক্যবদ্ধ হলে তাদের দেশ ভাগ করার এজেন্ডা ব্যর্থ হবে। সকলেই দেখতে পাচ্ছেন, যারা ভারতের জন্য ভাল উদ্দেশ্য পোষণ করে না, কংগ্রেস কতটা ঘনিষ্ঠভাবে তাদের পাশে দাঁড়িয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *