BRAKING NEWS

ধর্মনগর সরকারী মহাবিদ্যালয়ের ৪৬তম প্রতিষ্ঠা দিবস পালিত

আগরতলা, ৫ অক্টোবর: ধর্মনগর সরকারী মহাবিদ্যালয়ের ৪৬তম প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল মহাবিদ্যালয় প্রাঙ্গণে। এই বিশেষ দিনকে উপলক্ষ করে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস, বিধায়ক বিনয় ভূষণ দাস, বিধায়ক যাদব লাল দেবনাথ, কালাছড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন টিংকু শর্মা, এবং বিশিষ্ট সমাজসেবী বিবেকানন্দ ভট্টাচার্য। এছাড়া এলামনি অ্যাসোসিয়েশনের সভাপতি কাজল দাস এবং মহাবিদ্যালয়ের অধ্যক্ষ গৌতম দাসও অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।প্রতিষ্ঠা দিবস উদযাপন কমিটির সম্পাদক ডঃ রঘুনন্দন দাস এবং দীপংকর বিশ্বাস এই আয়োজনে অসামান্য সহযোগিতা করেন। অনুষ্ঠানে মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন, যা দর্শকদের মুগ্ধ করে। 

মন্ত্রী সুধাংশু দাস তার বক্তব্যে বলেন, “ধর্মনগর সরকারী মহাবিদ্যালয় শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভবিষ্যতে সমাজের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে।”

সমগ্র অনুষ্ঠানটি উদযাপন উপলক্ষে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে, যা সবার মধ্যে উচ্ছ্বাস ও গৌরবের অনুভূতি জাগিয়ে তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *