ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। নিশ্চিত জয়ের হাতছানি ছিল। কিন্তু শেষ রক্ষা হলো না। কাশ্মীর জয় অধরা রেখেই পরবর্তী ম্যাচের কথা ভাবতে হচ্ছে ত্রিপুরার অনূর্ধ্ব ১৯ ছেলেদের ক্রিকেট দলকে। জাতীয় ভিনু মানকড় ট্রফি অনূর্ধ্ব ১৯ এক দিবসীয় ক্রিকেট। জয়পুরে খেলা। প্রথম দিনে গ্রুপ লীগের প্রথম ম্যাচে জম্মু-কাশ্মীরের কাছে ন্যূনতম উইকেটে হেরে অনেকটাই ব্যথিত রাজ্য দল। জয়পুরের কে এল সাইনি স্টেডিয়ামে সকালে ম্যাচের শুরুতে টস জিতে ত্রিপুরা দল প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত পঞ্চাশ ওভার খেলতে পারেনি। চার বল বাকি থাকতে ত্রিপুরার ইনিংস শেষ হয় ১৮৭ রানে। দলের পক্ষে তনয় মন্ডলের ৫৭ রান, অর্কজিত রায়ের ৪৩ রানের পাশাপাশি অভিরাজ বিশ্বাস এর ২৩ রান এবং অধিনায়ক দ্বীপজয় দেবের ২২ রান উল্লেখ করার মতো। জম্মু-কাশ্মীরের মানস খাদায়াল ৩৭ রানে তিনটি এবং মুদাছির আব্দুল্লাহ ৩৯ রানে দুটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে জম্মু-কাশ্মীর একসময় অল্পরানে উইকেট হারিয়ে বিশেষ করে ৫৬ রানে ৫ উইকেট হারিয়ে প্রমাদ গুনলেও শেষ পর্যন্ত অধিনায়ক ধ্রুব শর্মার ৫৯ রান এবং শ্রেয়াসিং মানহাশের ৩৪ রানের পর টের এন্ডার মুদাছির আব্দুল্লাহ দুর্দান্তভাবে ২৩ বলে অপরাজিত ভূমিকায় ৩২ রান সংগ্রহ করে দলকে এক উইকেটে জয় এনে দেয়। রাজ্য দলের বোলার অর্কজিত রায২৪ রানে তিনটি এবং রোহন বিশ্বাস ৪০ রানে দুটি উইকেট পেলেও শেষ রক্ষা করতে পারেনি। লীগের অন্য খেলায় পাঞ্জাব ৬৩ রানের ব্যবধানে তামিলনাড়ু কে এবং উড়িষ্যা ২৭ রানের বিশাল ব্যবধানে মিজোরামকে পরাজিত করেছে।