BRAKING NEWS

হকি ইন্ডিয়া লিগ ২০২৪ শুরু হচ্ছে ২৮ ডিসেম্বর

নয়াদিল্লি, ৪ অক্টোবর (হি.স.) : শুক্রবার এক সংবাদ সম্মেলনে হকি ইন্ডিয়া ঘোষণা করে ২৮ ডিসেম্বর শুরু হবে হকি ইন্ডিয়া লিগ। চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।৭ বছর পর ফিরে আসছে হকি ইন্ডিয়া লিগ। লিগ হবে পুরুষদের জন্য আটটি দলের আর মহিলাদের জন্য ছটি দলের।  এবার প্রথমবারের মতো পুরুষ ও মহিলা দল একসঙ্গে হকি ইন্ডিয়া লিগে খেলবে, যা চলবে ৩৫ দিন ধরে। নয়াদিল্লিতে হকি ইন্ডিয়া লিগের   খেলোয়াড় নিলামের দিন নির্ধারিত করা হয়েছে ১৩-১৫ অক্টোবর৷পুরুষদের আট দলের লিগ হবে চেন্নাই, লখনউ, পঞ্জাব, কলকাতা, দিল্লি, ওডিশা, হায়দরাবাদ এবং রাঁচিতে।  মহিলাদের ছটি দলের লিগ হবে পঞ্জাব, কলকাতা, দিল্লি এবং ওডিশাতে। তবে আরও   দুটি মহিলা দল বাড়তে পারে।হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ টির্কি বলেছেন, “৩৫-৪০ দিনের উইন্ডো এইচ আইএলে তে বিদেশি খেলোয়াড়দের সর্বাধিক অংশগ্রহণ থাকবে। এরফলে এই লিগ বিশ্বের সবচেয়ে প্রতিযোগিতামূলক লিগগুলির মধ্যে একটি হয়ে উঠবে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *