BRAKING NEWS

পুজোর আগেই এসএসসি-র নিয়োগ প্রক্রিয়া শুরু

কলকাতা, ৩ অক্টোবর (হি.স.): পুজোর আগেই নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিল রাজ্য সরকার। বৃহস্পতিবার থেকে নিয়োগ প্রক্রিয়ার কাউন্সেলিং শুরু করলো স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। মামলার জটে দীর্ঘ উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ থমকে আছে।

মোট ১৪ হাজার ৫২ জন উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ করবে এসএসসি। ইতিমধ্যে পূর্ণাঙ্গ শূন্যপদের তালিকাও প্রকাশ করা হয়েছে এসএসসি’র ওয়েবসাইটে। কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সেলিংয়ের তারিখ আগেই ঘোষণা করেছিল স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি।

গত শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে এসএসসি জানিয়েছিল, বৃহস্পতিবার থেকে কাউন্সেলিং শুরু হবে। পুজোর আগে দু’দিন অর্থাৎ ৩ অক্টোবর ও ৪ অক্টোবর কাউন্সেলিং হবে। পুজোর পর ২৪ অক্টোবর, ২৫ অক্টোবর, ২৮ অক্টোবর ও ২৯ অক্টোবরও নিয়োগ কাউন্সেলিং করা হবে। বিধাননগরে এসএসসি অফিসে হবে কাউন্সেলিং।

এদিন সকাল সাড়ে দশটা থেকে কাউন্সেলিং শুরু হয় বলে এসএসসি-র তরফে জানানো হয়েছে। কাউন্সেলিংয়ে অংশ নেওয়ার জন্য যোগ্য প্রার্থীরা এসএসসি-র ওয়েবসাইটে ১ অক্টোবর অর্থাৎ গত সোমবার থেকে ইন্টিমেশন লেটার ডাউনলোড করার সুযোগ পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *