ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। শুরুতেই হোঁচট খেলো ত্রিপুরার মেয়েরা। অনূর্ধ্ব ১৯ জাতীয় টি-টোয়েন্টি ক্রিকেটে ত্রিপুরার মহিলা ক্রিকেট দল গ্রুপ লীগে নিজেদের উদ্বোধনী ম্যাচেই হার স্বীকার করতে বাধ্য হয়েছে। প্রতিপক্ষ ঝাড়খন্ড। স্বল্প রানের টার্গেট সত্ত্বেও ত্রিপুরার মেয়েরা ব্যর্থতার পরিচয় দিল। ১৩ রানে পরাজয় রাজ্য দল যেন কিছুতেই মানতে পারছে না। তবে আগামীকালের ম্যাচে বেঙ্গলের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে কোচেরা কিন্তু ত্রিপুরা দলের মেয়েদের উদ্দীপিত করে চলেছেন। চন্ডিগড়ে সেক্টর ২৬-এ ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ঝাড়খণ্ড প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ৮৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে উইকেট কিপার কুমারী পালাক সর্বাধিক ২৫ রান পায়। এছাড়া, ভূমিকার ২২ রান ও ওপেনার তম্বি দত্তের ১১ রান উল্লেখ করার মতো। পাঁচজনকে রান আউট করে ত্রিপুরার মেয়েরা যথেষ্ট ফিল্ডিং পারফরম্যান্সের পরিচয় দিলেও ব্যাটার্সরা শেষ রক্ষা করতে পারিনি। বোলিংয়ে তানিয়া দেব ৪ রানে এবং অন্তরানী নোয়াতিয়া ১৩ রানে দুটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে ত্রিপুরার মেয়েরা ৯ উইকেট হারিয়ে ৭১ রান সংগ্রহ করতেই সীমিত ২০ ওভার ফুরিয়ে যায়। দলের পক্ষে কেউ দুই অঙ্কের স্কোরে পৌঁছুতে পারেনি। তবে দৃঢ়তার সঙ্গে ব্যাটার্সরা সাত, আট, নয় রান করে ধৈর্য হারিয়ে প্যাভিলিয়নে ফিরে না আসলে ফলাফল অন্যরকম হতো। অতিরিক্ত রান ১৪ সত্বেও ত্রিপুরার মেয়েরা হারতে বাধ্য হয়েছে। ঝাড়খণ্ডের নেহা কুমারী শাহ নয় রানে তিনটি উইকেট তুলে নিয়ে ত্রিপুরার গতি রোধ করে দিয়েছে। ১৩ রানে জয়ী হয়ে ঝাড়খন্ড পুরো চার পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে। গ্রুপ লীগের অন্যান্য খেলায় বেঙ্গল ১১ রানের ব্যবধানে উত্তর প্রদেশকে এবং রাজস্থান ১০ উইকেটের ব্যবধানে অরুণাচল প্রদেশকে পরাজিত করেছে।