BRAKING NEWS

তথ্য ও সংস্কৃতি দপ্তর উদ্যোগে শচীন দেববর্মণের জন্মজয়ন্তী উদযাপন

আগরতলা, ১ অক্টোবর : তথ্য ও সংস্কৃতি দপ্তর উদ্যোগে সুর সম্রাট কুমার শচীন দেববর্মণের জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গনে তাঁর আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেছেন সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী দত্ত, তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা।

প্রসঙ্গত, শচীন দেববর্মণ ১ অক্টোবর ১৯০৬ বর্তমান বাংলাদেশের কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেছিল। আজ তাঁর জন্মবার্ষিকী। শচীন দেব বর্মন ছিলেন ভারতীয় বাংলা ও হিন্দী গানের কিংবদন্তীতুল্য ও জনপ্রিয় সঙ্গীত পরিচালক , সুরকার , গায়ক ও লোকসঙ্গীত শিল্পী । প্রায় একশো বছর পার করেও বাংলা গানের শ্রোতাদের কাছে তার কালোত্তীর্ণ গানের আবেদন কিছুমাত্র লঘু হয়নি। কেবল সঙ্গীতশিল্পী হিসাবে নয়, গীতিকার হিসাবেও তিনি সার্থক। তিনি বিভিন্ন চলচ্চিত্রে সঙ্গীত পরিচালকের দায়িত্ব পালন করেছেন। 

তাছাড়া, তিনি ২ বার সঙ্গীত পরিচালক হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার এবং ১৯৭০ সালে শ্রেষ্ঠ নেপথ‍্য গায়ক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার  লাভ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *