BRAKING NEWS

দুর্গোৎসবের আগে মুহূর্তে সামাজিক ক্লাবগুলিকে রক্তদানে এগিয়ে আসার আহবান করলেন বিধায়িকা স্বপ্না দাস পাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: ২রা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন। এই উপলক্ষ্যে মঙ্গলবার কমলপুর মহকুমার সালেমা আরডি ব্লকের উদ্যোগে পঞ্চায়েত সমিতির হলে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

২রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে সালেমা ব্লকে পঞ্চায়েত সমিতি হলে মেগা রক্তদান শিবিরের প্রদীপ প্রজ্জ্বলন করে উদ্বোধন করেন বিধায়িকা স্বপ্না দাস পাল। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন ধলাই জেলার জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, সালেমা আরডি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিনা বিশ্বাস,ভাইস চেয়ারম্যান ননী গোপাল কর, চিকিৎসক প্রমিষ্ঠা দাস, সালেমা আরডি ব্লকের বিডিও প্রিতম দেবনাথ প্রমুখ।

এদিন মেগা রক্তদান শিবিরে সালেমা ব্লকের অন্তর্ভুক্ত প্রতিটি পঞ্চায়েত কে যুক্ত করা হয়। অনুষ্ঠানে স্বাগত ভাষন দেন সালেমা ব্লকের বিডিও প্রিতম দেবনাথ। মেগা রক্তদান অনুষ্ঠানের উদ্বোধন করে বিধায়িকা স্বপ্না দাস পাল বলেন, বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংস্থা যদি এভাবে দুর্গা পূজার আগমূহুর্তে রক্তদান শিবির করেন তাহলে হয়তো দুর্গাপূজার সময় আমরা যেদিনগুলি আনন্দে কাটাবো ওই সময় কোন ভাইয়ের, কোন মায়ের, কোন বোনের রক্তের অভাব দেখা দিতে পারে। সেই অভাব থাকবে না। রক্তদান জীবন দান। রক্তদান মহৎ উদ্যোগ। এদিন মেগা রক্তদান শিবিরে মোট ৬২ জন স্বেচ্ছায় রক্তদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *