BRAKING NEWS

নির্বিঘ্নেই ভোটপর্ব চলছে জম্মু ও কাশ্মীরে, তিনটে পর্যন্ত ভোটের হার ৫৬.০১ শতাংশ

শ্রীনগর, ১ অক্টোবর (হি.স.): প্রথম দুই দফার ভোট নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবেই মিটেছে জম্মু ও কাশ্মীরে। মঙ্গলবার অন্তিম তথা তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে জম্মু ও কাশ্মীরে। এই দফায় জম্মু ও কাশ্মীরের ৭টি জেলায় ৪০টি বিধানসভা আসনে হচ্ছে ভোটগ্রহণ। ভাগ্য নির্ণয় হচ্ছে ৪১৫ জন প্রার্থীর।জম্মু ও কাশ্মীরের যে ৭টি জেলায় মঙ্গলবার ভোটগ্রহণ হচ্ছে, সেই জেলাগুলির মধ্যে রয়েছে জম্মু, উধমপুর, সাম্বা, কাঠুয়া, বারামুল্লা, বান্দিপোরা ও কুপওয়ারা। বিকেল তিনটে পর্যন্ত সার্বিকভাবে ভোটদানের হার ৫৬.০১ শতাংশ। বান্দিপোরায় ভোট পড়েছে ৫৩.০৯ শতাংশ, বারামুল্লায় ৪৬.০৯ শতাংশ, জম্মুতে ৫৬.৭৪ শতাংশ, কাঠুয়ায় ৬২.৪৩ শতাংশ, কুপওয়ারায় ৫২.৯৮ শতাংশ, সাম্বায় ৬৩.২৪ শতাংশ এবং উধমপুরে ৬৪.৪৩ শতাংশ।তৃতীয় দফায় ভোটগ্রহণকে ঘিরে যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না, ঘটে তাই নিরাপত্তা অনেকটাই বাড়ানো হয়েছে। সতর্ক রয়েছে পুলিশ ও প্রশাসন।জম্মু ও কাশ্মীরের জনগণের মধ্যেও ভোটগ্রহণকে ঘিরে যথেষ্ট উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে। সবাইকে বিপুল উৎসাহের সঙ্গে ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *