BRAKING NEWS

তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট অল ইন্ডিয়া স্টুডেন্ট প্রগ্রেসিভ ফোরামের

আগরতলা, ১ অক্টোবর : তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট বিক্ষোভ প্রদর্শন করে গন ডেপুটেশনে মিলিত হয়েছে অল ইন্ডিয়া স্টুডেন্ট প্রগ্রেসিভ ফোরাম। অত্বিসতর দাবি পূরণ করা হলে আগামীদিনে বৃহত্তর ছাত্র যুব আন্দোলনে সামিল হবেন তাঁরা বলে হুশিয়ারী দিয়েছেন।

সংগঠনের সদস্য শুভম আচার্য্য বলেন, ত্রিপুরা সরকার রাজ্য জুড়ে ৫১১ টি স্কুল বন্ধ এবং একীভূতকরণের পরিকল্পনা করছে। এই ছাড়াও সরকার বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে স্কুলগুলিতে অতিরিক্ত ফি চাপিয়ে দিচ্ছে। তাতে রাজ্যের ছাত্র ছাত্রীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। ছাত্র ছাত্রীদের বড় অংশ ইতিমধ্যে শিক্ষার ক্ষেত্র থেকে দূরে সরে গেছে। আবার কেউ কেউ পড়াশোনা চালিয়ে যেতে হিমশিম খাচ্ছেন। সরকারি স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা হ্রাসে এর প্রতিফলন ঘটেছে।

এদিন তিনি আরো বলেন, সব স্তরের সরকারি ও সাহায্যপ্রাপ্ত স্কুলে শিক্ষকের তীব্র সংকট দেখা গিয়েছে। তাই সংগঠনের পক্ষ থেকে রাজ্যের ছাত্র, অভিভাবক এবং সংশ্লিষ্ট নাগরিকদের কাছে দাবির সমর্থনে গণস্বাক্ষর অভিযান করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *