BRAKING NEWS

আফসপা–র অধীনে আরও ছয়মাসের জন্য মণিপুরকে ‘উপদ্রুত অঞ্চল’ ঘোষণা

ইমফল, ৩০ সেপ্টেম্বর (হি.স.) : রাজধানী ইমফল সহ ১৯টি নির্দিষ্ট থানা এলাকা ছাড়া সমগ্র মণিপুর রাজ্যকে ‘উপদ্রুত অঞ্চল’ বলে ঘোষণা করেছে সরকার। আজ সোমবার মণিপুর সরকার এক বিজ্ঞপ্তি জারি করে রাজ্যে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গত ২৬ সেপ্টেম্বর থেকে বলবৎযোগ্য সশস্ত্র বাহিনী (বিশেষ ক্ষমতা) আইন, ১৯৫৮ সংক্ষেপে আফসপা-র অধীনে ছয় মাসের জন্য সমগ্র রাজ্যকে ‘উপদ্রুত অঞ্চল’ হিসেবে ঘোষণা করেছে।

সরকারি বিজ্ঞপ্তি বলা হয়েছে, আফসপা-র সময়কাল বাড়ানোর সিদ্ধান্ত চলমান অস্থিরতা এবং নিরাপত্তাজনিত উদ্বেগের ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বর্তমান গ্ৰাউন্ড পরিস্থিতির ওপর পর্যালোচনা এবং পুনর্মূল্যায়ন করে।

প্রসঙ্গত, ১৯৮০-র দশক থেকে মণিপুরে বলবৎ রয়েছে আফসপা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *