BRAKING NEWS

ডিএসপি হাসপাতালের মেডিসিন স্টোরে আগুন

দুর্গাপুর, ৩০ সেপ্টেম্বর(হি.স.): আগুন ভষ্মিভুত হাসপাতালে মেডিসিন স্টোর। রবিবার রাতে ঘটনাকে ঘিরে বিস্তর রহস্যের দানা বেঁধেছে। ঘটনাটি ঘটেছে রাষ্ট্রায়ত্ত সেইলে  দুর্গাপুর স্টিল প্ল্যান্ট (ডিএসপি) হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে ডিএসপি কর্তৃপক্ষ। ঘটনায় জানা গেছে, রবিবার গভির রাতে ডিএসপি হাসপাতালের মেডিসিন স্টোরে আচমকা আগুন লেগে যায়। সোমবার সকালে কর্মীরা এসে দেখেন, মেডিসিন স্টোরের ভিতরে সব পুড়ে গিয়েছে। খবর পেয়ে হাসপাতালের পদস্থ আধিকারিকেরা দৌড়ে আসেন। আসে দমকলের ইঞ্জিনও। দেখা যায়, কম্পিউটার থেকে শুরু করে জরুরী সামগ্রী সব পুড়ে গিয়েছে। এছাড়া মুল্যবান ওষুধ নষ্ট হয়েছে। জানা গেছে, হাসপাতালের ওই স্টোরটি সংস্কার কাজ হয়েছে। আর তাতেই রহস্যের দানা বেঁধেছে। হাসপাতালে নিরাপত্তা রক্ষী, কর্মী, ডাক্তার সবসময়ের আনাগোনা। তারপরও আগুন লাগল অথচ ঘটনার সময় নেভানোর কোন উদ্যোগ নেওয়া হল না? সিটু নেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় বলেন,” গোটা ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। চরম অব্যাবস্থা। দ্রুত আগুন নেভানো হয়নি। পর্যাপ্ত কর্মী নেই। এখন রোগীর পরিবারের হয়রানির শিকার হতে হবে।” কংগ্রেসের আইএনটিইউসি নেতা রজত দিক্ষিত বলেন,” ঘটনাস্থল ঘরে রাখা হয়েছে। কাউকে যেতে দেওয়া হচ্ছে না। সেটাই আমাদের কাছে বড় প্রশ্ন। কেন এমন হল, তা জানতে আমরা আধিকারিকদের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছি। গোটা ঘটনাটি রহস্যে মোড়া।” মূলত ওই স্টোর থেকে রোগিরা ঔষধ সংগ্রহ করেন। সোমবার সকালে হাসপাতালের রোগীদের ঔষধ অন্যত্র নেওয়ার নির্দেশিকা জারি হয়। স্টিল টাউনশিপের এ- জোন ও বি-জোনের স্থানীয় ডিএসপি স্বাস্থ্যকেন্দ্রগুলি থেকে ওষুধ সংগ্রহ করতে বলা হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান শর্ট সার্কিটের দরুণ আগুন লেগেছে। ঘটনার তদন্ত শুরু করেছে ডিএসপি কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *