নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (হি.স.): দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার অতিশী সোমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। উল্লেখ্য, দিল্লির তৃতীয় মহিলা মুখ্যমন্ত্রী অতিশী।
প্রসঙ্গত, অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগের পর ২১ সেপ্টেম্বর দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন অতিশী। তার কয়েকদিন আগেই দিল্লি আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালের জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট৷ এরপর জামিন পেয়ে কেজরিওয়াল ঘোষণা করেন তিনি ৪৮ ঘণ্টার মধ্যে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেবেন৷ আমজনতা তাঁকে সৎ শংসাপত্র দিলে, তবেই তিনি আবার দিল্লির মুখ্যমন্ত্রী পদে ফিরবেন বলেও জানান অরবিন্দ কেজরিওয়াল৷ এরপর থেকেই জল্পনা শুরু হয় দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন? অতিশীকে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

