আগরতলা, ২৯ সেপ্টেম্বর: আগরতলা শিবনগর এলাকার উদীচী ক্লাবকে পূজা করার অনুমতি দেওয়া হয়নি। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন জানান পুলিশ সুপার কিরণ কুমার কে।
প্রসঙ্গত, অবশেষে কড়া পদক্ষেপ নিল আরক্ষা প্রশাসন। পুজোর মুখে রাজধানীর উদীচি ক্লাবের পুজোর প্রশাসনিক অনুমতি বাতিল করল জেলা প্রশাসন। বার্তা দেওয়া হল চাঁদা সন্ত্রাসের বিরুদ্ধে আরক্ষা প্রশাসন জিরো টলারেন্স পদক্ষেপ নিয়েও। রবিবার সংবাদ মাধ্যমের সামনে প্রশাসনের এই সিদ্ধান্তের কথা জানান পশ্চিম জেলা পুলিশ সুপার কিরণ কুমার কে।