আগরতলা, ২৯ সেপ্টেম্বর : স্বচ্ছ দেশ, স্বচ্ছ রাজ্য এই মানসিকতা নিয়ে আজ কৈলাসহরের মহকুমা শাসক তথা কৈলাশহরের পৌর পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার প্রদীপ সরকার এর আহ্বানে শহরের বিভিন্ন রাজপথ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।
ঊনকোটি জেলার কৈলাশহর মহকুমা প্রশাসনের উদ্যোগে কৈলাসহরে স্বচ্ছ ভারত অভিযান সংঘটিত করা হয়েছে। এই মহতী অনুষ্ঠানে মহকুমা শাসকের আহ্বানে সাড়া দিয়ে উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায়, জেলাশাসক ও সমাহর্তা দিলীপ কুমার চাকমা, কৈলাশহর পৌর পরিষদের চেয়ারপার্সন শ্রীমতি চপলা দেবরায় সহ কৈলাশহর মিউনিসিপাল কাউন্সিলের সমস্ত কাউন্সিলর ও স্টাফ এবং শহরের বিভিন্ন এন .জি.ও এবং ক্লাবের কর্মকর্তাগণ ।