রাজ্য সরকার এবং প্রশাসনের তরফ থেকে বলপূর্বক চাঁদা আদায় করলে কঠোর শাস্তির ব্যবস্থা : জেলা শাসক

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে অতিবাহিত করার লক্ষ্যে প্রশাসনের তরফ থেকে পূজা উদ্যোক্তা সহ সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা আহ্বান করেছে প্রশাসন। রবিবার সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের অবগত করেন পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার এবং পশ্চিম জেলার জেলা পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার। 

এদিন তিনি বলেন, দুর্গাপূজা রাজ্যের জাতি উপজাতি উভয় অংশের মানুষের এক মিলন মেলার উৎসব। এটি মূলত হিন্দু বাঙ্গালীদের প্রধান উৎসব হলেও হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সহ সকল ধর্ম বর্ণের মানুষজন এই উৎসবের আনন্দ ভাগ করে নেন।

তাঁর কথায়,  উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যেই সব অংশের মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা শুরু হয়ে গেছে। বাজারে বিশেষ করে কাপড় প্রসাধন সামগ্রী জুতা সহ অন্যান্য দোকানগুলিতে ক্রেতা বিক্রেতাদের ভিড় পরিণত হচ্ছে। ক্লাব ও পূজা উদ্যোক্তাদের পূজার প্রস্তুতি ও প্রায় চূড়ান্তের দিকে। রাজ্য সরকার এবং প্রশাসনের তরফ থেকে কারোর কাছ থেকে বলপূর্বক চাঁদা আদায় করলে কঠোর নির্দেশ জারি করা হয়েছে। 

এদিন তিনি আরও বলেন, তদুপরি সরকারের নির্দেশ উপেক্ষা করে আগরতলা শহর ও শহরতলী এলাকাসহ অন্যান্য স্থানে কয়েকটি ক্ষেত্রে জোর করে চাঁদা আদায়ের অভিযোগ মিলেছে। জেলা প্রশাসন ও আরক্ষা প্রশাসন এসব বিষয়ে পুনরায় পূজা উদ্যোক্তাদের চূড়ান্তভাবে সতর্ক করে দিয়েছে। নির্দেশিকা অমান্য করলে পূজা বন্ধ করে দেওয়ার কথাও বলা হয়েছে। 

পাশাপাশি পূজা মৌরসুমে যাতে দোকানপাটে ক্রেতা বিক্রেতাদের কোন ধরনের ব্যাঘাত না ঘটে সেই লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনগুলিকে তাদের কর্মসূচি জনবহুল বিশেষ করে ব্যবসায়িক এলাকার পাশাপাশি না করার জন্য প্রশাসনের তরফ থেকে অনুরোধ করা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *