আগরতলা, ২৯ সেপ্টেম্বর : নিয়মিতকরণ, জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিল করা সহ ১০ দফা দাবিতে সরব সরকারি কর্মচারী ফেডারেশন। আজ আগরতলা প্যারাডাইস চৌমুহনীতে ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় কমিটি এচ বি রোডের উদ্যোগে ১০ দফা দাবিতে গণ অবস্থান করা হয়েছে।
এদিন সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদিকা মহুয়া রায় জানান, জাতীয় ১০ দফা দাবি ও রাজ্যে দাবি সহ মোট ১৪ দফা দাবিকে সামনে রেখে এইদিন গনঅবস্থান সংগঠিত করা হয়েছে। তিনি রাজ্যের শিক্ষক কর্মচারীদের ভবিষ্যৎ নিরাপত্তা প্রদানের জন্য রাজ্য ও দেশের সরকারের নিকট দাবি জানান। তিনি পুরানো পেনশন স্কিম চালু রাখার দাবি জানান।