আগরতলা, ২৯ সেপ্টেম্বর: অনুপ্রবেশের দায়ে আবারো পাঁচজন বাংলাদেশীকে আটক করেছে জিআরপি থানার পুলিশ। আটককৃতদের পাঁচ জনের মধ্যে চারজন রোহিঙ্গা এবং একজন বাংলাদেশী।
রাজ্যে বাংলাদেশি ও রোহিঙ্গাদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। সীমান্তে বিএসএফের কঠোর নজরদারি বজায় থাকা সত্ত্বেও কিভাবে এ ধরনের অনুপ্রবেশের ঘটনা ঘটে চলেছে তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আগরতলার জি আর পি থানার অভিযান অব্যাহত রয়েছে।
আবারো গোপন খবরের ভিত্তিতে জিআরপি, এবং আর পি এফ মিলে ১ জন বাংলাদেশী নাগরিক এবং ৪ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে। আটক পাঁচ জনের মধ্যে চারজন পুরুষ এবং একজন মহিলা। মোট ৫ জনকেই আটক করা হয়েছে আগরতলা রেল স্টেশন থেকে। বাংলাদেশী এবং রোহিঙ্গা নাগরিকগন অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে। এ নিয়ে আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয় এবং আজ তাদের আদালতে প্রেরণ করা হয় ।
যাদেরকে আটক করা হয়েছে তারা হলো আমির হাকিম, ইয়াসমিন আক্তার, মোহাম্মদ তারেক, মোহাম্মদ উল্লা এবং শুকুর আলী।