আগরতলা, ২৮ সেপ্টেম্বর: প্রয়াত হলেন রাজ্য পুলিশের প্রাক্তন আইজি অরিন্দম নাথ। আজ বেঙ্গালুরুতে সকাল ৯:৫৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৬২ বছর। তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।
আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, অকালে প্রয়াত হলেন রাজ্য পুলিশের প্রাক্তন আইজি অরিন্দম নাথ। তিনি অত্যন্ত ভালো লোক ছিলেন। তাঁর সাথে ব্যক্তিগত জীবনে পরিচয় ছিল। তিনি ভালো লেখক ও ছিলেন। আজ সকালে তিনি প্রয়াত হয়েছেন।
এদিন তিনি আরও বলেন, আজ বেঙ্গালুরুতে সকাল ৯:৫৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন।