কলকাতা, ২৭ সেপ্টেম্বর(হি.স.): রেশন বণ্টন দুর্নীতি মামলায় খাদ্য ভবনের তিনজন আধিকারিক শুক্রবার ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) দফতরে নথি সহ হাজির হন। ইডি সূত্রে জানা গেছে, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার রেশন ব্যবস্থা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি চাওয়া হয়েছিল। এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল, ওই দুই জেলায় মোট কতগুলি রেশন দোকান রয়েছে, কতজন রেশন কার্ডধারী আছেন, এবং কতগুলি মিল এই ব্যবস্থার সঙ্গে যুক্ত, এই ধরনের তথ্যাদি। ইডি এই নথিগুলি যাচাই করে রেশন দুর্নীতি নিয়ে তদন্তে এগোতে চাইছে। এই বিষয়ে তলব করার পর খাদ্য ভবনের আধিকারিকরা সংশ্লিষ্ট নথি নিয়ে ইডি দফতরে আসেন।
2024-09-27